কন্যা সন্তানের জন্ম দিলেন নাটালি পোর্টম্যান। গত ২২ ফেব্রুয়ারি জন্ম হয়েছে নাটালির দ্বিতীয় সন্তানের। তার নাম রাখা হয়েছে আমালিয়া। অস্কার বিজয়ী এই অভিনেত্রীর তরফ থেকে তার ব্যক্তিগত সচিব এই খবর নিশ্চিত করেছেন।
২০১২ সালে বিয়ে করেছিলেন অভিনেতা বেঞ্জামিন মিলপেইডের সঙ্গে। তাঁদের প্রথম সন্তান জন্ম নেয় বিয়ের পরেই। আলেফ, প্রথম পুত্র সন্তানের বয়স এখন ৫।
‘ব্ল্যাক সোয়ান’ থেকে শুরু করে ‘ভি ফর ভেন্ডেটা’ বা ‘নো স্ট্রিংস অ্যটাচড’ ছবিগুলিতে অভিনয়ের জন্য বিশ্ব জুড়ে নাম ছড়িয়েছিল নাটালি পোর্টম্যানের। অস্কারের মঞ্চেও একাধিকবার নাটালির নাম উচ্চারিত হয়েছে। পেয়েছেন একাধিক পুরস্কারও।
এবারের অস্কারে তিনি ছিলেন না। অনুষ্ঠানের আগেই তিনি জানিয়েছিলেন, ‘এবারে সন্তানসম্ভবা হওয়ার জন্যই অস্কারে হাজির হতে পারছি না।’
বিডি-প্রতিদিন/ ৫ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৪