শাহরুখ ভক্তরা শিগগিরই শিখের চরিত্রে দেখতে পাবেন তাদের পছন্দের অভিনেতাকে। পরিচালক ইমতিয়াজ আলির আগামী ছবিতে শাহরুখ খানকে দেখা যাবে শিখ চরিত্রে।
কিং খানের শিখ চরিত্রের ব্যাপারে বেশ কিছুদিন ধরেই বলিউডপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল। সম্প্রতি ইমতিয়াজ আলি তাঁর পরবর্তী ছবি ‘রেহনুমা’র শুটিং স্পটের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেখানে শাহরুখ খানকে শিখের পোশাক পরা অবস্থায় দেখা যায়। শিখদের মতো পাগড়িও বাঁধা রয়েছে তাঁর মাথায়। শুধু তাই নয়, এই সুপারস্টার ক্যামেরা নিয়ে ছবি তুলছেন, এটাও দেখা যাচ্ছে। ছবিতে ফটোগ্রাফার কিং খানকে দেখতে বেশ ভালোই লাগছিল।
যদিও কিং খান শুরু থেকেই বিষয়টি এড়িয়ে গেছেন। কিন্তু এই ছবিই বলে দিচ্ছে, ভক্তদের সামনে এবার তিনি আসবেন শিখের চরিত্রে। শাহরুখ খান ছাড়া এই ছবিতে আনুশকা শর্মাকেও দেখা যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের ১১ আগস্টের পর বড় পর্দায় মুক্তি পাবে ‘রেহনুমা’।