নির্মিতব্য ছবি ‘ডে আফটার টুমরো’র ৭০তম কান চলচ্চিত্র উৎসবের লা অ্যাতেলিয়েরে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের নির্মাতা কামার আহমাদ সাইমন।
নতুন ধারার ছবিকে উৎসাহিত করার জন্য ২০০৫ সাল থেকে লা অ্যাতেলিয়েরের ব্যানারে সিনেফন্দাশিয়ঁকে দায়িত্ব দেয় কান চলচ্চিত্র উৎসব। এরপর থেকে প্রতিবছর নবীন থেকে শুরু করে প্রতিষ্ঠিত নির্মাতাদের নির্মিতব্য ছবির চিত্রনাট্য যাচাই-বাছাইয়ের পর নির্বাচন ও নির্বাচিত নির্মাতাদের আমন্ত্রণ জানিয়ে আসছে কানের লা অ্যাতেলিয়েরে।
উৎসবের প্রতিদিনের ছবি ফোরাম ও বিশেষ আয়োজনে তাদের অংশগ্রহণ থাকে।
এবারের কান উৎসবে লা অ্যাতেলিয়েরের ১৩তম আয়োজনে কামারের পাশাপাশি আরও আমন্ত্রণ পেয়েছেন বিশ্বের ১৪টি দেশের ১৫ জন নির্মাতা।
লা অ্যাতেলিয়েরে বাংলাদেশ ছাড়াও এ বছর নির্বাচিত হয়েছে যুক্তরাজ্য, ডেনমার্ক, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, চীনের মতো দেশের কিছু চিত্রনাট্য।
বিডি প্রতিদিন/৫ মার্চ, ২০১৭/ফারজানা