বাংলা একাডেমির ঐতিহ্যবাহী বর্ধমান হাউসের সামনে ধারণ করা 'ইত্যাদি'র পুনঃপ্রচার হবে রবিবার রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।
কয়েক হাজার দর্শক নিয়ে ২০০৯ সালের ১৭ই অক্টোবর বাংলা একাডেমি প্রাঙ্গণে ইত্যাদির ওই পর্বটি ধারণ করা হয়। বিষয় বৈচিত্র্যে ভরপুর 'ইত্যাদি'র এই পর্বে রয়েছে বেশ কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন।
৬ ফুট বা তারও বেশি উচ্চতার দীর্ঘকায় মানুষদের নিয়ে পরিবেশবান্ধব একটি সংগঠনের উপর রয়েছে একটি চমৎকার প্রতিবেদন। যশোরের অভয়নগর উপজেলার হরিশপুর গ্রামের শহিদুল ইসলাম ও কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার আরকান্দি গ্রামের শরিফুল শেখের উপর রয়েছে একটি মর্মস্পর্শী প্রতিবেদন।
কিশোরগঞ্জের দুই প্রতিবন্ধী ভাইয়ের সংগ্রামী জীবনের উপর রয়েছে একটি প্রতিবেদন। রয়েছে ভারতের ফতেপুর সিক্রির গেট ও যোধাবাঈ প্যালেসের উপর একটি বিদেশি প্রতিবেদন। এতে দ্বৈত গান গেয়েছেন ফকির আলমগীর ও ফেরদৌস ওয়াহিদ। রফিকউজ্জামানের লেখা ও আলী আকবর রুপুর সুরে শিশুদের নিয়ে গান গেয়েছেন স্বনামখ্যাত গায়ক এ্যান্ড্রু কিশোর।
'ইত্যাদি'র এই পর্বে দর্শক বাছাই করা হয়েছে বাংলা একাডেমিকে নিয়ে করা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। রয়েছে মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্রসহ বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ ক'টি নাট্যাংশ। 'ইত্যাদি' রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
বিডি প্রতিদিন/৫ মার্চ, ২০১৭/ফারজানা