১৯৯৭ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় বলিউড কমেডি 'জড়ুয়া' ছবির সিক্যুয়েলে অভিনয় করছেন তরুণ অভিনেতা বরুণ ধাওয়ান। নির্মাতা 'জড়ুয়া'র নির্মাতা বরুণের বাবা ডেভিড ধাওয়ান।
মূল ছবিতে যমজ চরিত্রে অভিনয় করেছিলেন সালমান খান। তাই তার কাছে পরামর্শ করতে গিয়েছিলেন বরুণ। সালমান এক বাক্যে সেই পরামর্শ দেয়ার কাজ শেষ করেছেন।
বরুণকে সালমান বলেছেন, 'বেশি আত্মবিশ্বাসী (ওভারস্মার্ট) না হতে এবং বাবার কথা মেনে চলতে।' বরুণ নিজেই দিয়েছেন এসব তথ্য।
'জড়ুয়া' ছবির সিক্যুয়েলে বরুণের নায়িকার চরিত্রে অভিনয় করছেন তাপসী পান্নু ও জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবিটিতে অতিথি চরিত্রে দেখা যেতে পারে সালমান ও কারিশমা কাপুরকেও।
বিডি প্রতিদিন/৬ মার্চ, ২০১৭/ফারজানা