৫ বছর পর ফের বড়পর্দায় আসতে চলেছেন শ্রীদেবী। টুইটারে নিজের ছবির প্রথম পোস্টার পোস্ট করলেন তিনি। ছবি নাম ‘মা’। তবে এই শব্দটি বিভিন্ন ভাষায় লেখা রয়েছে পোস্টারে।
রবি উপাধ্যায়ের পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি, অক্ষয় খান্না, অভিমন্যু সিং, বিকাশ বর্মা। ছবির মিউজিক দিয়েছেন এ আর রহমান। পাকিস্তানের দুই শিশু শিল্পী আদনান সিদ্দিকি এবং সজল এলি শ্রীদেবীর দুই ছেলের ভূমিকায় অভিনয় করেছে।
'ইংলিশ–ভিংলিশ' ছবির পর এটি শ্রীদেবীর দ্বিতীয় কামব্যাক ছবি। ২০১২ সালে 'ইংলিশ–ভিংলিশ' ছবিটি বক্স অফিসে তেমন হিট না করলেও প্রশংসা কুড়িয়েছিল। তারপরে দীর্ঘদিন ক্যামেরার আড়ালে ছিলেন তিনি। তবে পেজ থ্রিতে দুই কন্যা ও স্বামী বনি কাপুরের সঙ্গে প্রায়ই দেখা গিয়েছে তাকে। মেয়ে জাহ্নবীর অভিনয় নিয়ে বিশেষ ব্যস্ত ছিলেন। প্রায় ৫ বছর অপেক্ষা করিয়েছেন নিজের ভক্তদের। এবার একটু অন্য রূপেই দেখা যাবে তাকে।
বিডি-প্রতিদিন/ ১৫ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৩