সঙ্গীত পরিচালক তানভীর তারেকের উপস্থাপনায় টিভি অনুষ্টান 'সেলিব্রিটি লাউঞ্জ' এ অংশ নিয়েছেন গুণী অভিনয়শিল্পী আনিসুর রহমান মিলন ও বন্যা মীর্জা। একসময় তারা একই নাট্যদলের কাজ করতেন। আড্ডায় উঠে আসে সেই সময়ের কথাও। জানান, কলাবাগানে একসময় দিনরাত আড্ডাবাজির মেতে থাকতেন তারা।
উপস্থাপক তানভীর তারেক বলেন, আমরা এই অনুষ্ঠানে কোনো বিশেষ বিষয় রাখি না। কারণ আড্ডা দিতে দিতেই নানা বিষয়ে নিয়ে কথা হয়। এবারেও খুব দারুণ কিছু বিষয় উঠে এসেছে আনিসুর রহমান মিলন ও বন্যা মীর্জার আড্ডায়। দর্শকেরাও তা উপভোগ করবেন।
এশিয়ান টিভির 'সেলিব্রিটি লাউঞ্জ' অনুষ্ঠানের এবারের পর্বটি আগামীকাল সোমবার রাত ৯টায় প্রচারিত হবে।
বিডি প্রতিদিন/২ এপ্রিল, ২০১৭/ফারজানা