এবার কমেডি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা ইরফান খান। আর তার সঙ্গে কো-আর্টিস্ট হিসেবে থাকছেন পিংক খ্যাত অভিনেত্রী কীর্তি কুলহারি। ছবির নাম রায়তা। ছবিটি পরিচালনা করছেন ফোর্স ২ ছবির পরিচালক অভিনয় দেও।
উল্লেখ্য, ৫০ বছর বয়সী ইরফান খান বর্তমানে ব্যস্ত আছেন তার ‘হিন্দি মিডিয়াম’ সিনেমার শুটিং নিয়ে। আসছে মে মাসেই বলিউড মুক্তি মিলবে সিনেমাটির।
অন্যদিকে সর্বশেষ পিংক ছবিতে দেখা গেছে কীর্তিকে। ছবিটিতে আরও আছেন দিব্য দত্ত ও অরুণোদয় সিং। দিল্লি বেলি ছবির মাধ্যমে পরিচালনায় অভিষেক হয় অভিনয় দেওয়ের। তার পাঁচ বছর পর একটি কমেডি ছবি নির্মাণে হাত দিলেন তিনি। এর মাঝে টোয়েন্টি ফোর নামে একটি টিভি সিরিজও নির্মাণ করেছিলেন এই পরিচালক।
সূত্র ডিএনএ নিউজ