মার্কিন পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ প্রেম করছেন। তাও আবার রড্রিগেজের সঙ্গে, তবে সত্যটা হচ্ছে রিয়াল মাদ্রিদ তারকা জেমস রদ্রিগেজ নয়, বরং আরেক মার্কিন বেজবল খেলোয়াড় অ্যালেক্স রড্রিগেজের সঙ্গে।
যদিও এতদিন এ দুই সেলিব্রেটির প্রেম নিয়ে শুধু গুঞ্জন শোনা যাচ্ছিল। দুই অঙ্গনের দুই তারকার কেউই মুখও খোলেননি এই বিষয়ে। তবে সম্প্রতি নিজেদের প্রেমের ব্যাপারে মুখ খুললেন অ্যালেক্স রড্রিগেজ। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি’র টকশো দ্য ভিউতে লোপেজের সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন তিনি।
এর আগে মার্কিন গণমাধ্যমগুলো যদিও বেশ কয়েকবার প্রকাশ করেছে এই দুই তারকা নাকি চুপি চুপি প্রেম করছেন। কিন্তু তাদের কেউই কিছু বলেননি।
শুক্রবার দ্য ভিউ-তে ৪১ বছর বয়সী বেজবল খেলোয়ার নিজেদের প্রেমের বিষয়টিকে স্বীকার করে বলেন, ‘সত্যিই তাই। আমরা খুব ভালো সময় কাটাচ্ছি। লোপেজ বেশ চমৎকার একটি মেয়ে এবং আমার দেখা তীক্ষ্ণ চরিত্রের মানুষদের মধ্যে সে অন্যতম। আর সবচেয়ে বড় বিষয় সে একজন ভালো মা।’
উল্লেখ্য, মার্ক অ্যান্থনির সঙ্গে লোপেজ বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। তাদের দুটো জমজ সন্তানও রয়েছে। অন্যদিকে রড্রিগেজের দুটো সন্তান রয়েছে।
সূত্র: ইউএস ম্যাগাজিন