অপেক্ষা শেষ! রবিরার রাতেই টেলিভিশনের পর্দায় ফের আসছেন সুনীল গ্রোভার।আর ‘ডক্টর গুলাটি’ চরিত্র নিয়ে আজ রাতেই ফের টেলিভিশনে ফিরছেন সুনীল। না! কপিল শর্মার শো’তে নয়। ‘ডক্টর গুলাটি’ হয়ে সুনীল গ্রোভার ফিরছেন ইন্ডিয়ান আইডলের ‘গ্র্যান্ড ফিনালে’তে।
এর আগে কদিন আগে অস্ট্রেলিয়া থেকে ভারতে ফেরার পথে বিমানের ভেতরেই সুনীলের সঙ্গে মদ্যপ অবস্থায় অসদাচরণ করেন কপিল। বিমানযাত্রীদের অনেকেই সেদিন ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। কপিলকে যাঁরা আটকাতে গিয়েছিলেন, তাঁরা ছাড়াও বিমানে উপস্থিত সবাই এ ঘটনা দেখেছেন। এ ঘটনার পর নিজের আত্মসম্মানের কথা বলে শো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন সুনীল। এরপর তাঁর সঙ্গে যোগ দেন চন্দন প্রভাকর, আলি আসগর ও সুগন্ধা মিসরা। কারণ হিসেবে বলেন, সেদিন কপিলের ব্যবহারে বিরক্ত হয়েছিলেন তাঁরাও। আর এ ঘটনায় নাখোশ সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলও।