মাঝ-বয়সের দাম্পত্য জীবন কেমন হয় তা 'খুজলি' নামের একটি শর্ট ফিল্মে ফুটিয়ে তুলেছেন জ্যাকি শ্রফ ও নীনা গুপ্ত। ছবির প্রথমেই আছে একটি শয্যাদৃশ্য। সরাসরি যৌনতা নেই সেই দৃশ্যে। কিন্তু দৃশ্যটির সংলাপ শুনলে যৌনতাই মনে হবে। ছবিতে জ্যাকি আর নীনাকে আর পাঁচজন মধ্যবিত্ত মাঝবয়সিদের মতই দেখানো হয়েছে।
ছবিতে দেখা যাবে, একদিন জ্যাকি তাঁর ছেলের ঘর থেকে একটি হাতকড়া খুঁজে পান। এরপর জানতে পারেন যে তাঁর স্ত্রীও উপন্যাস ‘ফিফটি শেডস অফ গ্রে’ ছবিতে যৌনতায় কীভাবে হাতকড়ার ব্যবহার করা হয়েছিল তা জানেন। এরপরই তাঁদের দাম্পত্য জীবন আরও যৌনতাপূর্ণ হয়ে ওঠে। ছবিতে জ্যাকি এবং নীনার মধ্যে বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্য আছে।
জ্যাকি বলেছেন, “পরিচালকের হাতে যখন চাবুক থাকে, তখন অভিনেতাদের পক্ষে পাগলাটে হয়ে ওঠা সহজ হয়।” নীনা গুপ্তাও এই ছবির শ্যুটিং করে বেশ মজা পেয়েছেন বলে জানিয়েছেন।
ভিডিও:
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৭/মাহবুব