সেলেনা গোমেজের সঙ্গে বিচ্ছেদের পর কি জাস্টিন বিবারের ভক্তের সংখ্যা কমে গেল? হেটার্সের সংখ্যা বেড়ে গেল? এমন নানা প্রশ্ন এখন জাস্টিন-সেলেনার গানের ভক্তদের। আর এর কারণ জাস্টিনের একটি গান 'স্যরি'। প্রায় একারো লাখ মানুষ গানটিকে ডিজলাইক দিয়েছে।
জাস্টিন বিবার সারাবিশ্বের তরুণ সমাজের কাছে ব্যাপক জনপ্রিয় একটি নাম। জনপ্রিয় মানুষদের পেছনেই যে একটা বড় শ্রেণির হেটার্স থাকে তা পাওয়া গেল জাস্টিন বিবারের একটি গান থেকেই। গানের নাম 'সরি (পারপোজ : দ্য মুভমেন্ট). অথচ এই সরিকে প্রত্যাখ্যান করেছেন হেটার্সরা। তাই বলে এই বিপুল পরিমাণ হেটার্স? কত হেটার্স? ১০ লাখ ৫০ হাজার। মানে প্রায় এগারো লাখ!
এই সংখ্যাকে বিশাল মনে হবার আগে জেনে নিন যে ওই ভিডিওটি দেখা হয়েছে কতবার। 'সরি' গানটি অবিশ্বাস্য অস্বাভাবিকভাবে দেখা হয়েছে। কতবার দেখা হতে পারে? ২ শত ৩৭ কোটি ৬২ লাখ ৯ হাজার ৯৭৬ বার। তবে ভিউ অনেক হলেও লাইক কিন্তু ৮১ লাখের ঘরে ছিল। কিন্তু তারপরেও কথা থেকে যায় এতো পরিমাণ হেটার্স কেন জাস্টিনের? তারা কি সেলেনা গোমেজের অনুরাগী?
বিডি-প্রতিদিন/এস আহমেদ