‘থাগস অব হিন্দুস্তান’ ছবির মধ্যে দিয়ে প্রথমবারের মত রূপালি পর্দায় এক সঙ্গে দেখা যাবে অমিতাভ বচ্চন এবং আমির খানকে। তবে এই ছবির নায়িকা চরিত্র নিয়ে এতদিন অন্ধকারেই ছিল সভবাই। অবশেষে জানা গেল, ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে আমির-অমিতাভের সঙ্গে পর্দায় একই ফ্রেমে দেখা যাবে আলিয়া ভাটকে।
প্রথমের দিকে শোনা যায়, বিজয় কৃষ্ণ আচার্যের পরিচালনায় সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রটির জন্য বানী কাপুর, শ্রদ্ধা কাপুর ও ফাতিমা সানা শেখের নাম শোনা যায়। তবে জানা গেছে, নারী চরিত্রটির জন্য আমির নাকি আলিয়াকেই চাচ্ছেন। কিন্তু এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে একটি সূত্র থেকে জানা গেছে, ‘প্রতিযোগীদের মধ্যে সিনেমায় কাস্টিংয়ের জন্য আমিরের পছন্দ আলিয়া ভাট। এ বিষয়ে তিনি আদিত্য চোপড়ার সঙ্গে কথা বলেছেন। যদিও এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।’
সূত্র- ডেকান ক্রনিকলস
বিডি-প্রতিদিন/ ৩ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩