ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন বলিউড অভিনেত্রী রাখী সাওয়ান্ত। সেই অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। গত মাসের নয় তারিখে রাখীর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছে লুধিয়ানা আদালত।
রামায়ণের শ্রষ্ঠা বাল্মীকি মণির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাখী সাওয়ান্ত। যার ফলে বাল্মীকি সম্প্রদায়ের বহু মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। গত বছরে এক অনুষ্ঠানে ওই বিতর্কিত মন্তব্য করেছিলেন রাখী। যার জেরেই অভিযোগ দায়ের হয় বলে জানিয়েছে লুধিয়ানা পুলিশ।
বিষয়টি আদালতে উঠলে সমন পাঠান হয় অভিনেত্রী রাখীকে। গত মাসের নয় তারিখে আদালতে হাজিরা দেওয়া কথা ছিল অভিযুক্ত বলি অভিনেত্রীর। উক্ত দিনে রাখী হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
লুধিয়ানা পুলিশের একটি দল আদালতের গ্রেফতারি পরোয়ানা নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে লুধিয়ানা পুলিশের একটি দল। চলতি মাসের ১০ তারিখে এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১১