বলিউড নির্মাতা করণ জোহরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে আলোচনায় এসেছিলেন কঙ্গনা রানাউত। করণের রিয়ালিটি শোতে এসে তার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তুলেছিলেন কঙ্গনা। করণও সাফ জানিয়েছেন, কঙ্গনার এসব অভিনয় তিনি আর সহ্য করবেন না। কঙ্গনার আচরণে তিনি খুবই বিরক্ত।
করণ জোহর মুখে যাই বলুন, বলিউড কান পাতলে শোনা যাচ্ছে ভিন্ন কথা। খোদ করণের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ধর্ম প্রোডাকশন সূত্রে জানা গেছে, করণের পরবর্তী ছবিতে কঙ্গনাই নায়িকা হচ্ছেন!
বর্তমানে হংসল মেহতার 'সিমরান' ছবির কাজে ভারতের বাইরে রয়েছেন কঙ্গনা। তিনি দেশে ফিরলেই নতুন ছবিটির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন করণ। ছবিতে আর কে কে অভিনয় করবেন তা এখনো ঠিক হয়নি। তবে নায়কের ভূমিকায় রণবীর কাপুরের নাম শোনা যাচ্ছে।
বিডি প্রতিদিন/৩ এপ্রিল, ২০১৭/ফারজানা