শখের কি আর শেষ আছে? এক কাজ আর কত ভাল লাগে? তাই বোধহয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া হাতে তুলে নিয়েছেন রঙ আর তুলি।
সম্প্রতি এই অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তিনি রং তুলি নিয়ে, ক্যানভাসের সামনে দাঁড়িয়ে আঁকিবুঁকি করছেন। আর এটা দেখে এক ভক্ত মন্তব্য করেছেন- ‘আর কত কিছু করবে? কিছু কাজ তো অন্যদেরও করতে দাও’। প্রচণ্ড আবেগ থেকে যে ওই ভক্ত এ মন্তব্য করেছেন তা আর বলার দরকার পড়ে না।
ক'দিন আগে সালমান খানকেও দেখা গিয়েছিল রঙ-তুলি হাতে। আঁকছিলেন ছবি। তাহলে কি এবার ছবি আঁকার নেশায় পেয়ে বসেছে প্রিয়াঙ্কা চোপড়াকেও!
তবে শুধু যে মনের খেয়ালেই প্রিয়াঙ্কা ছবি আঁকছেন তা কিন্তু নয়। রীতিমতো প্রশিক্ষণও নিচ্ছেন। প্রিয়াঙ্কাকে ছবি আঁকা শেখাচ্ছেন তার সহকর্মী ও ‘কোয়ান্টিকো’ অভিনেত্রী ইয়াসমিন আল মাসরি। রবিবার সকালেই প্রথম সাদা ক্যানভাসের সামনে কিছু আঁকতে মন চেয়েছিল প্রিয়াঙ্কার। যেমন ভাবা তেমন কাজ। -বলিউড লাইফ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ