‘বেশ কয়েকদিন যাবৎ মাথায় কোনো কিছু কাজ করছে না। মনে হচ্ছে, অভিনয় সব ভুলে গিয়েছি। ক্যারিয়ারটাই হয়তো হুমকির মুখে পড়ে গেল।’ বাংলাদেশ প্রতিদিনকে এ ভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি।
দুই বছরে যার ছবি মুক্তি পেয়েছে ১১টি, সেন্সরবোর্ড পাড়ি দিয়ে অপেক্ষা করছে ৫টি আর ৬টি ছবির কাজ চলছে একযোগে- তার মুখে হঠাৎ এ কেমন কথা?
জানতে চাইলে পরীমণি বলেন, ‘বিশ্বাস করুন গত কয়েকদিন অন্যরকম চিন্তা ভাবনা কাজ করছে মাথায়। মালেক আফসারীর 'অন্তর জ্বালা' এবং গিয়াস উদ্দিন সেলিমের 'স্বপ্নজাল' ছবি দুইটি মুক্তির প্রহর গুনছে। ছবিগুলো দেখার পর থেকেই আমার এ টেনশন শুরু হয়েছে।’
বুঝলাম না, একটু পরিষ্কার করে বললেন কি? ‘দেখুন, এই ছবিগুলোতে সত্যিকারের পরীমণিকে আবিষ্কার করবেন দর্শকরা। যেখানে অভিনয়ের অনেক কিছুই নেই। মনে হবে সবকিছু বাস্তবেই ভেসে উঠছে পর্দায়। এমনকি গেটআপ ও মেকাপেও প্রকৃত পরীকে তুলে ধরা হয়েছে। বিশেষ করে স্বপ্নজাল ছবিতে নিজেই নিজের অভিনয়ে মুগ্ধ হয়েছি। জানি, অনেকেই মনে করতে পারেন এটি হয়তো পরীমণির নতুন কোনো স্ট্যান্টবাজি। আসলে তা কিন্তু নয়, মনে হলো দায়িত্ববোধ আরও বেড়ে গেছে। এগুলো দেখার পর দর্শকরা এর চেয়ে বেশি ভালো অভিনয় প্রত্যাশা করবে। কারণ প্রকৃত পরীমণিকে দেখার পর কোনো সিনেমার পরীমণিকে দেখতে চাবে না দর্শক। তারা চাইবে সেই বাস্তবের অভিনেত্রী পরীমণিকেই।’
তিনি আরও বলেন, ‘এটাই আমার জন্য ভীতিকর। তাই গত কয়েকদিনে অনেকগুলো ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। সময় নিচ্ছি নিজেকে একটু গুছিয়ে নিতে। অভিনয়ের এই চ্যালেঞ্জকে ধরে রাখার জন্যই এ সময়টাতে প্রস্তুত হচ্ছি।’
তাহলে কি ছবির সংখ্যা কমিয়ে দিবেন, এমন প্রশ্নের উত্তরে পরীমণি বলেন, ‘এখন মনে হচ্ছে অভিনয় নিংড়ে ঢেলে দেওয়াটাই আমার কাজ। একটি ছবি যদি এক সপ্তাহে মুক্তি পেয়ে আরেক সপ্তাহে হল থেকে নেমে যায় তাহলে সেই ছবিতে অভিনয় করে লাভ কি? বছরে একটি ছবি করেও যদি আলোচনায় থাকা যায়, মানুষের মনে দাগ কাটা যায় তা হলে সেটাই শ্রেয়।'
সব ঠিক আছে তাহলে ক্যারিয়ার হুমকিতে পড়লো কিভাবে? ‘দেখুন, অনেক বাঘা বাঘা পরিচালক ও প্রযোজক যখন ছবির প্রস্তাব দেবেন তখন যদি তাদেরকে না করি তাহলে তারা হয়তো বিষয়টা অন্যভাবে নিবেন। এমনকি সপ্তাহখানেক ধরে অনেকের সঙ্গে যোগাযোগ হচ্ছে না। ওই যে বললাম অনেকটা চিন্তার সাগরে ডুবে আছি। কেউ কেউ বলছেন, আমি হয়তো আর অভিনয় করবো না কিংবা বিদেশ পাড়ি দেব। আসলে বিষয়টাতো অন্যখানে। এ ভুল বুঝাবুঝির কারণেই হয়তো আমার প্রতি অনেকের ভ্রান্ত ধারণা হবে। তাই বললাম ক্যারিয়ারটাই হয়তো হুমকির মুখে পড়ে যাচ্ছে।'
বিডি প্রতিদিন/৩ এপ্রিল, ২০১৭/ফারজানা