উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে পালিত হচ্ছে পঞ্চম জাতীয় চলচ্চিত্র দিবস।শিল্পী, কলাকুশলী ও চলচ্চিত্র ব্যক্তিত্বদের পদাচরণায় মুখরিত হয়ে উঠেছে বিএফডিসি। পুরনো দিনের চলচ্চিত্রের নানান পোস্টারে অন্যরকম এক আবহ তৈরি হয়েছে বিএফডিসিতে। অনেকেই এই পোষ্টারে চোখ রেখে হারিয়ে যাচ্ছেন সোনালী দিনের নানান স্মৃতিতে।তবে অন্যান্য বারের চেয়ে এবার দিনটি একটু বেশিই আলোড়ন সৃষ্টি করেছে।
এর আগে সকাল দশটায় উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন সাংসদ একে এম রহমতউল্লাহ। গ্যাস বেলুন ও পায়রা উড়ানোর মধ্যদিয়ে চলচ্চিত্র দিবস উদযাপনের পর্দা ওঠে।
এরপর নানা রঙ্গে সুসজ্জিত শোভাযাত্রায় অংশ নেন তারকাদের অনেকেই। বিএফডিসি থেকে বের হওয়া এই শোভাযাত্রাটি হাতিরঝিল হয়ে তেজগাঁও রেললাইন ঘুরে আবার বিএফসিতে এসেই শেষ হয়। এরপর এিফডিসির বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারকারা বিভিন্ন গণমাধ্যমের মুখোমুখি হন। এ সময় তাদের অনেকের কন্ঠেই বর্তমান চলচ্চিত্রের নানান দুর্বলতার কথাও উঠে আসে। এর পাশাপাশি কেউ কেউ আবার নিজেদের কথামালার মধ্যদিয়ে চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনার আহ্বান জানান।