তামিল সিনেমা ভিআইপি-২ এর শুটিং শেষ হয়েছে গেলো শনিবার। ছবিটির পরিচালক দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। আর সিনেমাটির স্টোরি ও ডায়ালগ লিখেছেন রজনীর মেয়ে জামাই আরেক জনপ্রিয় অভিনেতা ধানুশ। ছবিটিতে অভিনয় করেছে বলিউড হার্ডথ্রুব অভিনেত্রী কাজল।কাজলের বিপরীতে অভিনয় করেছেন ধানুশ। এই ছবির মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর দক্ষিণের ছবিতে ফিরলেন কাজল।সবশেষ ১৯৯৭ সালে ‘সাপনে’ নামের একটি ছবিতে অরবিন্দ স্বামী ও প্রভু দেভার সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।
অন্যদিকে শ্বশুর রজনীকান্তের আশীর্বাদ নিয়ে ‘ভিআইপি-২’ ছবির শুটিং শুরু করেছিলেন জামাই ধানুশ। শনিবার ‘ভিআইপি-২’ শুটিং শেষের দিনেও রজনীকান্ত উপস্থিত হয়েছিলেন সেটে। তাঁর সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি প্রকাশ করেছেন অভিনেতা ধানুশ। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের খুব আপন থালাইভারের (রজনীকান্তকে দক্ষিণে এ নামেই ডাকা হয়) আশীর্বাদ নিয়ে “ভিআইপি-২” ছবির শুটিং শেষ করলাম।’
ছবির প্রযোজক রজনীকান্তের বড় মেয়ে সৌন্দর্য। ধানুশ হলেন রজনীকান্তের ছোট মেয়ে ঐশ্বরিয়ার স্বামী। কিন্তু ‘ভিআইপি-২’ ছবির শুটিংয়ের শেষের দিন তিনি সেখানে উপস্থিত থাকতে পারেননি কাজল। কারণ, কাজল আগেই তাঁর অংশের শুটিং শেষ করে মুম্বাই ফিরেছেন।’ তবে সবকিছু ঠিক থাকলে আগামী জুনে মুক্তি পাবে সিনেমাটি।
সূত্র: এনডিটিভি।