ছবিটির গল্পে দেখা যাবে, বাংলাদেশের কোন এক উপকূলীয় অঞ্চলে গল্পের নায়ক সাইক্লোনের জন্ম ও বসবাস।
তারপর কিশোর বয়সেই ভয়াবহ এক মানব পাচার চক্রের হাতে পরে তার ঠিকানা হয় মালয়েশিয়া জর্জ টাউনে আর চরম নাটকীয়ভাবে এগিয়ে যায় 'অভয়- দ্যা সাইক্লোন' মুভির গল্প।।
ছবিটি প্রযোজনা করছে কন্টেক্সট জি ফিল্মস এবং পরিবেশনা অথেন্টিক পিকচার্স আর ছবিটির কন্টেন্ট পার্টনার হিসেবে আছে লাইভ টেকনোলজিস লিমিটেড।
উল্লেখ্য, ছবিটির মূল ভূমিকায় অপ্রকাশিত নায়কের পাশাপাশি অভিনয় করবেন থাইল্যান্ডের শেন লি, বাংলাদেশের রাহা তানহা খান এবং শিমুল খান।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন