একটা সময় ছিল যখন লোকে টিভি মানেই বুঝত 'কিঁউ কি...'। সাড়ে দশটা মানেই পরিবারের ছোট থেকে বড় সকলেই হাজির হতেন টিভি পর্দার সামনে।
‘কিঁউ কি সাস ভি কভি বহু থি' এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল। আর 'কিউকি সাস ভি কভি বহু থি' মানেই ছিল তুলসী। তুলসী আর মিহিরের পরিবার। সেই তুলসী-মিহির অর্থাৎ স্মৃতি ইরানি এবং রনিত রায়। দু’জনের আবার দেখা হল। তা-ও আবার বিমান সফরের সময়।
দু’জনের রিইউনিয়নের ছবি টুইটারে পোস্ট করলেন রনিত রায়। আর ছবি পোস্ট করা মাত্রই টুইটারে বহু মানুষ পুরনো আবেগে ভাসলেন। অনেকেই টুইট করে জানিয়েছেন, তারা আবার দেখতে চান মিহির-তুলসী জুটিকে।
সিনেমা থেকে ব্রেক নেওয়ার পর রনিত বেশ কয়েকটা সিরিয়ালে অভিনয় করে আবার ফিরে এসেছিলেন। তার মধ্যে ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি' জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল। সৌজন্যে এই তুলসী-মিহির জুটি। একতা কাপুর প্রযোজিত এই ধারাবাহিক ২০০০ থেকে ২০০৮ পর্যন্ত চলেছিল। মোট ১৮৩৩টি এপিসোড দেখানো হয়। তা-ই স্বাভাবিক ভাবেই মিহির তুলসীকে একসঙ্গে বহু দিন পর দেখে মানুষের উচ্ছ্বাসের পারদ বেড়ে ওঠাটাই স্বাভাবিক। রনিত রায় এখন ব্যস্ত সিনেমাতে। অমিতাভ বচ্চন অভিনীত 'সরকার থ্রি' তে দেখা যাবে তাকে। অন্য দিকে, স্মৃতি ইরানি ব্যস্ত তার মন্ত্রীত্ব নিয়ে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন