বিশ্বের অন্যতম সম্মানজনক কান চলচ্চিত্র উৎসব গতকাল বুধবার শুরু হয়েছে। ফরাসি নির্মাতা আন্দ দেপলেশার 'ইসমায়েল’স গোস্টস' দেখানোর মধ্য দিয়ে পর্দা উঠে এবারের কান উৎসবের। ইলি ফ্যানিং থেকে জেসিকা চ্যাস্টেইনের মতো বড় বড় তারকাকে পাওয়া গেছে উদ্বোধনী দিনেই।
উদ্বোধনী কানের রেড কার্পেট
বিডি প্রতিদিন/১৮ মে, ২০১৭/ফারজানা