অমিতাভ বচ্চনের পরিবর্তে কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালক হিসেবে ঐশ্বরিয়া রাই বচ্চনকে বেছে নিতে চাচ্ছে চ্যানেলটি। শুধু ঐশ্বরিয়া নয়, কথা বলা হয়েছে আরও এক বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সঙ্গেও।
ভারতের মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ‘কৌন বনেগা ক্রোড়পতি’ নবম মৌশুমের জন্য অনেকের সঙ্গেই কথা বলেছে সংশ্লিষ্ট টিভি চ্যানেলটি। যার মধ্যে রয়েছেন অমিতাভের পুত্রবধূও। এমনকী অন্যান্যদের তুলনায় তিনি সঞ্চালক হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে।
এর আগে গত আটটি সিজনে একবারই অনুষ্ঠানের সঞ্চালক বদল হয়েছিল। অমিতাভের জায়গায় নিয়ে আনা হয়েছিল শাহরুখ খানকে। কিন্তু পরে আবার অমিতাভকেই ফিরিয়ে আনা হয়।