ছবির নাম '১০২ নট আউট'। বলিউডের এই ছবিটির মাধ্যমে প্রায় ২৬ বছর পর একসঙ্গে পড় পর্দায় পাওয়া যাচ্ছে অমিতাভ বচ্চন-ঋষি কাপুরকে।
ছবিতে ১০২ বছর বয়সী বৃদ্ধের চরিত্রে অভিনয় করছেন ৭৪ বছর বয়সী অমিতাভ। তার ৭৫ বয়সী ছেলের ভূমিকায় অভিনয় করছেন ৬৪ বছরের ঋষি।
রোমান্টিক-কমেডি ঘরানার এই ছবির প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে। ১০২ নট আউট' ছবিটি পরিচালনা করছেন উমেশ শুক্লা। ছবিটি গুজরাটি নাটকের রিমেক হিসেবে নির্মাণ করা হচ্ছে। বাবা-ছেলের সম্পর্কের খুনসুটিই প্রাধান্য পাবে ছবিতে।
(বলিউড লাইফ অবলম্বনে ফারজানা)
বিডি প্রতিদিন/১৯ মে, ২০১৭