ছবি পরিচালনা করবেন কঙ্গনা রানাউত। ছবির নাম ‘তেজু’। সেখানে তিনি অভিনয় করবেন আশি বছরের বৃদ্ধার ভূমিকায়। নিজেই বিবৃতি দিয়ে কথাটা জানিয়েছেন এই বলিউড অভিনেত্রী। তিনি বলেছেন, "এখনও অবধি যতজন বয়স্ক মানুষের কাছাকাছি এসেছি, ভালবেসেছি, তার মধ্যে ‘তেজু’ তাদের সকলের গল্প। খানিকটা আমার গল্পও বটে, কারণ বয়সের তুলনায় আমি অনেক বেশি পরিণত।"
ছোটবেলাটা বয়স্ক মানুষদের মাঝখানেই কাটিয়েছেন কঙ্গনা। সেই প্রসঙ্গে তিনি বললেন, ‘"তখন দেখেছি, কেউ বৃদ্ধ হয়ে গেলে সর্বত্রই তাকে কীভাবে অবহেলা করা হয়। আমায় অনেক কষ্ট দেয় বিষয়টা।"
তেজুর চরিত্রটা কেমন, সেটাও খোলসা করেছেন কঙ্গনা। তিনি জানান, "তেজু এমন একজন নারী, যে জীবনের শেষ প্রান্তে গিয়ে পৌঁছেছে। কিন্তু পৃথিবী ছাড়তে রাজি নয়! ভীষণ উষ্ণ, ঝলমলে চরিত্র। নিজেকে মোটেই বৃদ্ধা মনে করে না সে।"
ছবিতে নৈতিকতা, বেঁচে থাকার মানে, এই বিষয়গুলোর উপরেও জোর দেওয়া হবে। তবে নায়িকা আশ্বাস দিয়েছেন, ডার্ক, একঘেয়ে কিংবা মনখারাপ-করা ছবি হবে না ‘তেজু’।
ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বর থেকে। কঙ্গনার হোম প্রডাকশন ‘মণিকর্ণিকা ফিল্মস’ থেকেই মুক্তি পাবে ‘তেজু’, সম্ভবত আগামী বছরের শেষে। সহ প্রযোজনার দায়িত্বে রয়েছেন শৈলেশ সিংহ, যিনি ‘তনু ওয়েডস মনু’ এবং ‘সিমরান’ ছবিরও প্রযোজক। ‘তেজু’ শ্যুট করা হবে হিমাচল প্রদেশে।
বিডি-প্রতিদিন/ ২১ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৪