বিবাহ বিচ্ছেদ এবং সন্তানদের একক অভিভাবকত্ব পাওয়ার অধ্যায় শেষ করে মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি নতুন জীবন শুরু করলেন। আর সেই কারণে সাবেক বাড়ি ছেড়ে নতুন বাড়িতে গিয়ে উঠলেন এই অভিনেত্রী। তবে তিনি একা নন, তার সঙ্গে রয়েছেন তার ছয় সন্তান।
জানা গেছে, অ্যাঞ্জেলিনা জোলি লস অ্যাঞ্জেলসে এই বাড়িটি নিয়েছেন ২৫ মিলিওন ডলার খরচ করে। গত বৃহস্পতিবার নতুন সেই বাড়ির সামনে দেখা গেল তাকে। তার সঙ্গে ছিল বড় বড় ট্রাক আর সেই ট্রাক ভর্তি যাবতীয় আসবাবপত্র। এই থেকেই স্পষ্ট যে নতুন বাড়িতে নতুনভাবে জীবন শুরু করতে যাচ্ছেন জোলি।
সূত্র- ডেকান ক্রনিকলস
বিডি-প্রতিদিন/ ২১ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪