সনিকা সিংহ চৌহানের সমাধিস্থলে যাওয়ার কারণে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন মডেল তথা অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সনিকাকে নিয়ে বিক্রম নাটক করছেন বলে ফেইসবুকে একটি পোস্টে সেই দাবি করেছেন ‘চ্যাম্প’ ছবির নায়িকা।
সনিকাকে নিয়ে বিক্রম সংবাদমাধ্যমের সামনে ‘নাটক’ করছেন বলে দাবি তুলে বিক্রমের দ্রুত আরোগ্যকামনা করেছেন অভিনেতা দেবের বান্ধবী রুক্মিণী। বিক্রমকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, "আপনি মানসিকভাবে অসুস্থ। কারণ, আপনি আজ যেটা করেছেন, সেটা অমানবিক এবং কুরুচিকর।" এমনকি বিক্রমের সঙ্গে এক পোস্টে সনিকার নামোল্লেখও করবেন না বলে জানিয়েছেন রুক্মিণী।
বিক্রমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এই নায়িকার জানান, "সামনের সময়ে আশা করি আপনি আরও বেশি মানবিক হয়ে উঠবেন।" সোশ্যাল মিডিয়ায় বিক্রমের বিরুদ্ধে মুখ খোলার জন্য সনিকার মা শ্যারন সিংহের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
রুক্মিণীর এই পোস্টের পর স্বভাবতই তাকে কড়া ভাষায় আক্রমণ করতে ছাড়েননি ‘ভয়েস ফর বিক্রম চ্যাটার্জি’ গ্রুপের সদস্যেরা। অনেকেই সরাসরি জানতে চেয়েছেন যে, বিক্রমের জায়গায় রুক্মিণীর বন্ধু থাকলে তিনি কী করতেন?
তবে ‘জাস্টিস ফর সনিকা’ গ্রুপের সদস্যেরা অবশ্য রুক্মিণীর পাশে দাঁড়িয়ে তার সমর্থনে একাধিক পোস্ট করছেন।
বিডি-প্রতিদিন/ ২১ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯