নাচ কোনো দিনই অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির নেশা ছিল না। কিন্তু এক সময় তিনি মাত্র দুই রুপি আয়ের জন্য বিয়ের অনুষ্ঠানে নাচতেন।
বলিউডের শক্তিমান এই অভিনেতা নিজেই বলেছেন, ছোটবেলায় তিনি তার বন্ধুদের সঙ্গে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে গিয়ে নাচতেন। আর তাদের নাচ দেখে 'বারাতি' বা বরযাত্রীদের পরিবারের সদস্যরা রুপি ছুঁড়ে দিতেন। এভাবেই রোজগারের জন্য নওয়াজ তার পাড়ার সমস্ত বিয়েতেই নাচতেন। দিনের শেষে হয়তো দুই থেকে তিন রুপি পেতেন, আর সেটাই ছিল তাদের কাছে অনেক।
এবার তার আসন্ন ছবি 'মুন্না মাইকেল'এ নওয়াজকে তার এই সুপ্ত প্রতিভাই দর্শককে দেখাতে হবে। আর যেটা তার পক্ষে করা সমস্যার সেই কাজটা সফলভাবে করতে পারলেই বেশি খুশি হন অভিনেতা।
বিডি প্রতিদিন/৩০ জুন ২০১৭/আরাফাত