কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জীর পরিচালনায় ‘ইয়েতির অভিযান’ ছবির কাজ শেষ করেছেন বিদ্যা সিনহা মীম। ছবিটির শুটিং ও ডাবিং শেষ। আগামী সেপ্টেম্বরে ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটিতে মীম সহশিল্পী হিসেবে পেয়েছেন সেখানকার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎকে।
প্রসেনজিৎ সম্পর্কে মীম বলেন, ‘বুম্বা দা’র (প্রসেনজিৎ) ভক্ত আমি সেই শৈশব থেকেই। এত বড় অভিনেতার সাথে স্ক্রিন শেয়ার করাটা কঠিন। শুটিংয়ের প্রথম দিন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আগের দিন টানা কয়েক ঘণ্টা ধরে আমি স্ক্রিপ্ট মুখস্থ করেছি। শুটিং শুরুর আগে তিনি বললেন, আজ থেকে তুই আমার মেয়ে। আমাকে সেটের বাইরে শুধু না, আজ থেকে আজীবন তুই আমাকে ‘বাবা’ বলে ডাকবি। এরপর সত্যিকার অর্থেই তিনি মেয়ের মতোই এখন অবধি খোঁজখবর রাখেন। আমাকে অভিনয়ের নানা কৌশল শেখালেন। কীভাবে সহজ হওয়া যায় স্ক্রিনে। সত্যিই আমি আমার ক্যারিয়ারে নতুন এক অভিভাবক বাবাকে পেলাম।
বিডি প্রতিদিন/৮ জুলাই, ২০১৭/ফারজানা