অর্জুন রামপালের পরবর্তী ছবি ‘ড্যাডি’র জন্য ইতিমধ্যেই চলছে নায়কের খোঁজ। সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে ছবিতে নায়কের ভূমিকায় দেখা যেতে পারে ফারহান আখতারকে। ছবির গল্পে অনেকটা অংশ জুরে রয়েছে দাউদ ইব্রাহিম। ইংরেজি দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, দাউদ ইব্রাহিমের চরিত্রেই দেখা যাবে ফারহান আখতারকে।
দাউদকে নিয়ে বলিউডের মাতামাতি এই প্রথম নয়৷ একাধিক ছবিতে ডি কোম্পানির এই বাদশাকে নিয়ে গল্প বলেছে বলিউড৷ কিছুদিন পরেই মুক্তি পাবে ‘হাসিনা’। দাউদের বোন হাসিনা পার্কারের উপর ছবিটি৷ যেখানে দাউদের ভূমিকায় থাকবে সিদ্ধার্থ রায় কাপুর। দাউদ-কে নিয়ে বিশ্বের কৌতূহল আকাশ ছোঁয়া৷ সর্বদা সংবাদ শিরোনামে এই আন্ডারওয়ার্ল্ড ডনকে নিয়ে তাই একের পর এক ছবি বানাতে চায় বলিউড৷
কিছুদিন আগেই জানা যায় ব্রিটেনর একটি সংস্থা প্রকাশ করেছে আপডেটেড লিস্টে দাউদ ইব্রাহিম ও তার ছদ্মনাম মিলিয়ে মোট ২১ টি নাম রয়েছে। সোমবার এই তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে দাউদের পাকিস্তানের তিনটি ঠিকানা রয়েছে।
বিডি প্রতিদিন / ২৪ আগস্ট, ২০১৭ / তাফসীর