‘রইস’ ছবিতে ‘লায়লা ম্যায় লায়লা’ গানে নেচে নতুন করে বলিউডের পর্দায় উষ্ণতা ছড়িয়ে ছিলেন সানি লিওন ৷ তারপর থেকেই দর্শক অপেক্ষা করছিলেন কবে আবার সানির জাদু দেখা যাবে আইটেম গানে ৷ সেই অপেক্ষার এবার অবসান ঘটেছে৷
সঞ্জয় দত্তের কামব্যাক ছবি ‘ভূমি’তে ফের আইটেম নাম্বারে দেখা যাবে সানি লিয়নকে ৷ এবার একেবারে অন্যরকম ৷ বরং বেশিমাত্রায় উষ্ণ ৷ গানের প্রতিটা লাইনেই তার রয়েছে ঝলক ৷ কখনও ট্রিপি ট্রিপি, তো কখনও হিকি,
কিছুদিন আগে এই গানের শ্যুটিংয়েরই ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেছিলেন সানি লিয়ন ৷ আর এবার গোটা গানটিই মুক্তি পেল ইন্টারনেটে।
বিডি প্রতিদিন / ২৪ আগস্ট, ২০১৭ / তাফসীর