ক্লোজআপ ওয়ান তারকা জনপ্রিয় কন্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা এবার তিনি প্রথম ফোক গানের বাহিরে হিপ হপ ডিজে গান করলেন। তোরই চোখে যাদু আছে.. আমাকে নে টেনে কাছে ....শিরোনামে গানটি লিখেছেন সজীব শাহরিয়ার, সুর করেছেন জিয়াউদ্দিন আলম ও সঙ্গীত পরিচালনা করেছেন মুশুফক লিটু। সম্প্রতি মৌচাকে লং-প্লে স্টুডিওতে গানটিতে কন্ঠ দিয়েঠেন সালমা। গানটি সাউন্ডটেকের ব্যানারে ঈদ উপলক্ষে প্রকাশিত হবে।
সালমা বলেন, এই প্রথম 'হিপ হপ' ডিজে গান করেছি। অসাধারণ একটি লেখা ও সরের গান। এখন র্পযন্ত যত মানুষ শুনেছেন সবাই এক কথায় বলেছে গানটা সুপার হিট হবে। আশা করছি এই ঈদে যাদু হবে এক নাম্বার গান।
বিডি প্রতিদিন/২৫ আগস্ট ২০১৭/আরাফাত