বাবা-মাকে নিয়ে হজে যাচ্ছেন অভিনেত্রী অপি করিম হজে যাচ্ছেন। শুক্রবার সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।
একসময়ে টেলিভিশনের নিয়মিত মুখ অপি করিম এখন বলতে গেলে অনিয়মিত। গত বছরের ৭ জুলাই নির্মাতা ও স্থপতি এনামূল করিম নির্ঝরকে বিয়ে করে নতুনভাবে আলোচনায় আসেন।
বর্তমানে অপি করিম ব্যস্ত আছেন সংসার ও শিক্ষকতা নিয়ে। হজের বিষয়টি নিশ্চিত করে অপির স্বামী এনামুল করিম নির্ঝর জানান, সবাই দোয়া করবেন যেন সে সুন্দরভাবে ফিরতে পারে।
বিডি প্রতিদিন/২৫ আগস্ট, ২০১৭/ফারজানা