জনপ্রিয় উপস্থাপক ও লাক্সতারকা আমব্রিনা সার্জিন আমব্রিনের প্রেমের ঘটনা প্রকাশ পেয়েই গেল। নানা সময়ই আম্ব্রিনকে বিয়ের প্রসঙ্গে বা সম্পর্কের প্রসঙ্গে প্রশ্ন করতেই সময়ের অজুহাতে এড়িয়ে গেছেন। অবশেষে তিনি এবার সবার সাথে পরিচয় করিয়ে দিলেন তার প্রেমিককে। আমব্রিনের সেই প্রেমিকের নাম তৌসিফ আহসান চৌধুরি।
তৌসিফের সাথে বন্ধুদের মাধ্যমে প্রথমে পরিচয়। সেই পরিচয়ের ৬ মাসের ভেতরেই সেটা প্রেমের সম্পর্কে রূপ নিয়েছে। প্রেমিক তৌসিফ কানাডার টরেন্টোতে একটি প্রপার্টিজ ম্যানেজমেন্ট কম্পানির ম্যানেজার। আমব্রিনও বর্তমানে কানাডায় অবস্থান করছেন। তবে প্রেমিকের সাথে দেখা হলেও দুজনই আলাদা স্টেটে রয়েছেন।
নিজেদের সম্পর্ক নিয়ে কোন লুকোচুরি না করেই আমব্রিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'আসলে বর্তমান সময়ে মনের মানুষ খুঁজে পাওয়া সহজ কাজ নয়। তৌসিফ আসলেই আমার মনের মত একজন। লং ডিস্টেন্স রিলেশনশিপের কারণে মাঝে মাঝে কষ্টবোধ হলেও আমরা ভাল আছি। আমি তাকে কোনোভাবেই হারাতে চাই না। আল্লাহ যেন আমাদের সম্পর্ককে একটা ভালো পরিণতি দেন। এজন্য সবার দোয়া কামনা করছি।'
বিডি প্রতিদিন / ২৫ আগস্ট, ২০১৭ / তাফসীর