জন্মের সময় থেকেই খবরের শিরোনামে সে। নবাব বংশধর বলে কথা। তৈমুরের জনপ্রিয়তা হার মানাবে মা কারিনা ও বাবা সাইফের জনপ্রিয়তাকেও। মাত্র ৮ মাস বয়সেই সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ তৈমুর আলি খান পাতৌদি। ছোট্ট নবাবের অনেক ছবিই বিভিন্ন সময় ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
ফের খবরের শিরোনামে উঠে এলেন ছোট্ট নবাব। একেবারে পেজ থ্রির শিরোনামে বললেও ভুল হবে না। আর তৈমুর বড় পর্দায় আসছে বলে কথা, তাও আবার মা কারিনার সঙ্গে। তাহলে তো খবর হবেই।
'মা' হওয়ার পর রিয়া কাপুরের 'ভির দি ওয়েডিং' ফিল্মের হাত ধরে ফের বলিউডে কামব্যাক করছেন করিনা কাপুর খান। আর সেই ফিল্মেই নাকি দেখা যাবে সাইফ ও কারিনা পুত্র তৈমুরকে। তবে সেটা মাত্র একটা শটের জন্যই।
সূত্রের খবর, ফিল্মে একটা টুইস্ট রয়েছে। কারিনাকে সন্তানসম্ভবা দেখানো হবে। আর সেখানেই দেখা যাবে তৈমুরকে। আর তৈমুরই হল এই ফিল্মের আসল তারকা।
বিডি প্রতিদিন / ২৫ আগস্ট, ২০১৭ / তাফসীর