বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন অনন্ত জলিল।
২৪ আগস্ট কুড়িগ্রামের থানাহাট ইউনিয়নের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক হাজার ১০০ পরিবার, রমনা ইউনিয়নের ৮০০ পরিবার ও চিলমারী ইউনিয়নের ৫০০ পরিবারের সদস্যদের ত্রাণ দিয়েছেন এই অভিনেতা, প্রযোজক ও পরিচালক।
অনন্ত বলেন, ‘এটা কোনো দয়া নয়, এটা দুর্গত মানুষের অধিকার। আমি তাদের পাশে এসেছি। আমার পুরো টিম, গণ্যমান্য ব্যক্তিসহ স্থানীয় লোকজন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিক সহযোগিতায় সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ত্রাণ দেওয়া সম্ভব হয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন