সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি পোস্ট করে সমালোচিত হওয়া বলিউড অভিনেত্রীদের নতুন কিছু নয়। এতদিন এই তালিকায় ছিলেন কাল্কি কোয়েচলিন, এষা গুপ্তা, দীপিকা পাড়ুকোন, লিসা হেডেন, প্রিয়াঙ্কা চোপড়ার মতো নায়িকাদের নাম। এবার এই তালিকায় যোগ হলেন সোহা আলি খান। সম্প্রতি বেবি বাম্পের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হতে হল এই অভিনেত্রীকে।
ভারতীয় গণমাধ্যম বলছে, বেবি বাম্পের ছবি পোস্ট করাটা এখন ইন্ডাস্ট্রির নতুন ট্রেন্ড। এর আগে কারিনা কাপুর, লিসা হেডেনসহ অনেকেই অন্তঃসত্ত্বা অবস্থার ছবি পোস্ট করেছেন। সম্প্রতি সোহা তাঁর যোগাসনের ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। আর তাতেই ওয়েব দুনিয়ায় উঠেছে সমালোচনার ঝড়।
কেউ বলেছেন, এই ছবি পোস্ট করে একেবারেই ভাল লাগছে না সোহাকে। কেউ বলেছেন, এই ছবি দেখে যে কমেন্ট আসবে ‘ওয়াও’, ‘সুপার’ বা ‘হটি’— সেগুলো কি সোহা সমর্থন করেন? কারও দাবি, তুমি নিজেকে মুসলিম বলে দাবি কর? তোমার ওপর তো ফতোয়া জারি হওয়া উচিত।
যদিও এসব কমেন্টের কোনো প্রতিক্রিয়া জানাননি সোহা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ইন্ডাস্ট্রির অনেকেই এই সমালোচনার বিরোধিতা করেছেন।
বিডি-প্রতিদিন/২৬ আগস্ট, ২০১৭/মাহবুব