মার্কিন পপগায়িকা টেইলর সুইফট নতুন গান মুক্তি দিয়েছেন। ইউটিউবে 'লুক হোয়াট ইউ মেড মি ডু' শিরোনামের গানটির লিরিক্যাল ভিডিও দুই কোটি বারের বেশি দেখা হয়েছে। লিরিকসের জন্যই গানটি নিয়ে আলোচিত হচ্ছে বেশি। গানে কয়েকবার মৃত্যুর কথা বলা হয়েছে। গানের কয়েকটি লাইন হলো 'আমি কাউকে বিশ্বাস করি না এবং কেউ আমাকে বিশ্বাস করে না।/আমি দুঃখিত পুরনো টেইলর এখন আর তোমার ফোন ধরবে না/ কেন?/ কারণ সে মারা গেছে।'
গানটির আরেক জায়গাতেও মৃত্যুর কথা বলা হয়েছে 'সময়ের সঙ্গে এখন আমি আরও দক্ষ ও কঠিন হয়ে উঠেছি/প্রিয়, মৃত্যু থেকে আমি উঠে দাঁড়িয়েছি, যেটা আমি সবসময় করি/আমার কাছে নামের তালিকা আছে/ তোমাদের নামগুলোর নিচে লাল কালি দিয়ে দাগ দেয়া...
কেউ বলছেন আরেক সঙ্গীত তারকা কেনে ওয়েস্টের কথা মাথায় রেখেই গানটি লিখেছেন টেইলর। তার সঙ্গে দীর্ঘসময় ধরেই দ্বন্দ্ব চলছে টেইলরের। কেউ বলছেন প্রতিদ্বন্দ্বী কেটি পেরির কথা। সম্প্রতি সাবেক ব্যবস্থাপক রেডিও উপস্থাপক ডেভিড মুয়েলারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন টেইলর। কে জানে হয়তো তিনজনের কথা মাথায় রেখেই গানটি লিখেছেন তিনি! সূত্র : দ্য আটলান্টিক
বিডি প্রতিদিন/২৬ আগস্ট, ২০১৭/ফারজানা