এবারের ঈদুল আযহায় এশিয়ান টিভির বিশেষ সেলিব্রিটি শো ‘আমরা দুটি কেমন জুটি’তে প্রাণখোলা আড্ডা দিলেন দেশের গুণী তারকা দম্পতি ওমরসানী-মৌসুমী। তানভীর তারেক এর উপস্থাপনায় দেশের সবচেয়ে আইকনিক এই জুটির প্রাণখোলা আড্ডায় দুজনার ঘরোয়া আলাপের বিষয় থেকে শুরু কর ফিল্ম ক্যারিয়ারের নানান মজার তথ্য উঠে এসেছে।
আড্ডার এক পর্যায়ে চিত্রনায়িকা মৌসুমী তার সহকর্মী শাবনুর ও পূর্ণিমাকে নিয়ে দারুণ এক মন্তব্য করেন। পাশাপাশি ওমরসানী-মৌসুমী পরস্পরের অপছন্দের দিক নিয়ে আলাপ করতে গিয়েও দারুণ এক দৃশ্যের অবতারনা হয়।
চিত্রনায়িকা মৌসুমী অনুষ্ঠানটি প্রসঙ্গে বলেন,‘তানভীরের উপস্থাপনা এর আগেও দেখেছি। আমি ওর সাবলীল উপস্থাপনার ভক্ত। তবে ঈদের আড্ডায় ওর সঞ্চালনা সত্যিই উপভোগ করেছি। সবচেয়ে বড় কথা হলো মনেই হয়নি কোনো স্টুডিওর ভেতরে আলাদাভাবে আড্ডা দিচ্ছি।’
ওমরসানী বলেন, ‘আমার বাড়ি বরিশাল। উপস্থাপক তানভীর তারেকও বরিশাইল্যা। দেশের অধিকাংশ কলাকুশলী সাংবাদিকেরা মৌসুমীকে আপু ডাকলেও তানভীর ডাকে ‘ভাবী’ সম্বোধন করে। তাই আড্ডাটা অন্যরকম হয়েছে। আমরা তিনজন একেবারে কোনো রকম অভিনয় ছাড়াই সত্যিকার আড্ডা দিয়েছি। এটাই সবচেয়ে মজার ব্যাপার।’
‘আমরা দুটি কেমন জুটি’ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আহসান উল্লাহ জুয়েল
বিডি প্রতিদিন / ২৫ আগস্ট, ২০১৭ / তাফসীর