বলিউডের নবাগত অভিনেত্রীদের মধ্যে একজন কৃতি শ্যানন। দিলওয়ালে ও হিরোপন্তি সিনেমায় তার সরব উপস্থিতি সবার নজড় কেড়েছে। বলিউডে নবাগত হলেও এর মধ্যেই বলি মহলের কানাগলির খবর অনেকটাই রাখেন কৃতি। সম্প্রতি এক সাক্ষাত্কারে মুখ খুললেন সে সব নিয়েই।
কাস্টিং কাউচ ইন্ডাস্ট্রির খুব চেনা শব্দ। ইন্ডিয়া টুডেকে কৃতী জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন কাস্টিং কাউচ শুধু বলিউডে নয় যে কোনও ইন্ডাস্ট্রিতেই রয়েছে। তাঁর কথায়, ‘‘একটি এজেন্সির সঙ্গে আমি চুক্তিবদ্ধ। ওদের মাধ্যমেই কাজের কথা হয়। ফলে এখনও পর্যন্ত কাস্টিং কাউচের সমস্যায় পড়িনি।’’
ইন্ডাস্ট্রিতে নতুন হলেও হেরে যাওয়ার ভয় পান না কৃতী। বরং ব্যর্থতাই যে কোনও মানুষকে আরও মানসিক ভাবে দৃঢ় করে তোলে বলে মনে করেন নায়িকা। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর অভিনয় করতে আসাটা মোটেই সহজ ছিল না। তবে সেটাই এখন কৃতীর চ্যালেঞ্জ।
বিডিপ্রতিদিন/ ইমরান জাহান/ ১৮ সেপ্টেম্বর, ২০১৭