‘তোমার হাত ধরব বলে’ শিরোনামের একটি টেলিফিল্মে অভিনয় করছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। যেখানে ভাবনাকে ট্রাফিক পুলিশের ভূমিকায় দেখতে পাবেন দর্শক। টেলিফিল্মটিতে ভাবনার চরিত্রটির নাম শম্পা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ছোটপর্দার আরেক জনপ্রিয় মুখ সজল।
ট্রাফিক পুলিশ চরিত্রটি নিয়ে ভাবনা জানান, রবিবার উত্তরার রাস্তায় শুটিং করেছি। প্রচণ্ড গরম ছিল। রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে শুটিং করতে হয়েছে। কালকেই বুঝেছি ট্রাফিক সার্জেন্ট কত কষ্ট করে দায়িত্ব পালন করেন। আজকেও শুটিং আছে। তবে উত্তরায় নয়, আজকের শুটিং সাভারে।
তিনি আরো জানান, প্রথমে কেউ কেউ বুঝতে পারেননি শুটিং হচ্ছে। যখন বুঝতে পেরেছেন তখন সবাই আমাকে দেখে হেসে দিয়েছেন। ট্রাফিক সাজের্ন্ট নারী কিংবা পুরুষ হতে পারে। কাজটা অনেক কঠিন। পেশাটাকে আমি সম্মান করি। আমরা অনেকে ট্রাফিক নিয়ম কানুন মানতে চাই না। এ কারণে অনেক দুর্ঘটনা ঘটে। সবার সচেতনতা দরকার।
অন্যদিকে স্বারক চরিত্রে অভিনয় করছেন সজল। তার গাড়ির কাগজপত্র ঠিক থাকে না। ধরা খান ট্রাফিক সার্জেন্ট ভাবনার হাতে। এভাবেই সজলের সাথে তার পরিচয় হয়। এভাবেই এগিয়ে যাবে ঠেলিফিল্মের কাহিনি। তবে টেলিফিল্মের শেষে কী হবে তার জন্য চোখ রাখতে হবে টিভির পর্দায়।
বিডিপ্রতিদিন/ ইমরান জাহান/ ১৮ সেপ্টেম্বর, ২০১৭