চলতি বছর অ্যামির আসরে প্রেজেন্টার হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সাদা গাউন পরা দেশি গার্ল ঝড় তুলেছেন রেড কার্পেটে। তবে মঞ্চে তাকে ডাকতে গিয়ে নাম বিভ্রাটে জড়ালেন ঘোষক। তাতেই অসন্তোষ প্রকাশ করা হল সোশ্যাল মিডিয়ায়।
আউটস্ট্যান্ডিং ভ্যারাইটি সিরিজের পুরস্কার প্রদানের জন্য প্রিয়াঙ্কার নাম ঘোষণা করেন অ্যান্টনি অ্যান্ডারসন। তবে প্রিয়াঙ্কা চোপড়ার বদলে তিনি বলেন, প্রিয়াঙ্কা চোপা। কোয়ান্টিকো স্টারের পদবি থেকে বাদ পড়ে যায় 'R' অক্ষরটি। এতেই বেজায় চটে যান পিগি চপসের অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় তাদের রোষে পড়েন অ্যামির ঘোষক।
বিডি প্রতিদিন/১৮ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত