'আমি নিজে বুঝলাম না, কি করে এমন গুজব ছড়াতে পারে। ডিভোর্সের খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আপনারা এসব কথায় কান দিবেন না।'
ডিভোর্স প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনের কাছে এভাবেই ক্ষোভ ও অভিব্যক্তি প্রকাশ করেন পপ গায়িকা মিলা।
এর আগে সোমবার সন্ধ্যায় বৈমানিক পারভেজ সানজারি ও মিলার মধ্যে ডিভোর্স হয়েছে বলে বেশ কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়।
তবে এই ধরনের খবরকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে মিলা বলেন, 'পারভেজের সঙ্গে আমার ডিভোর্সের কোনো ঘটনা ঘটেনি। সংসার করতে গেলে টুকটাক খুনসুটি হতেই পারে। তার মানে এই নয়, যে এটি ডিভোর্সে গড়িয়েছে। তাই এসব খবরে কান না দেওয়ার অনুরোধ করছি।'
উল্লেখ্য, ২ মে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় মিলা ও বৈমানিক পারভেজ সানজারির। টানা ১০ বছর প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।
বিডি প্রতিদিন/১৮ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত