আজ সালমান শাহের ৪৬তম জন্মবার্ষিকী। মাত্র কয়েক বছরেই ক্যারিয়ারে তার ২৭টি ছবি মুক্তি পায়। বলা যায়, সালমান শাহের সব ছবিই ছিল সুপার ডুপার হিট। সালমান শাহ প্র্যাত হয়েছেন কিন্তু এদেশের কোটি মানুষের মনে এখনো জায়গা ধরে রেখেছেন।
সালমান শাহ্ এর জন্মদিনে ক্যাপিটাল এফ এম ৯৪.৮ এর বিশেষ আয়োজন 'এখনও সালমান শাহ্ ‘ ...। আজ রাত ৯ টা থেকে ১১ টা পর্যন্ত। সালমান শাহ্ এর ব্যক্তি জীবন এবং সিনেমা জীবন নিয়ে স্মৃতিচারণ করবেন বাংলাদেশ বেতারের বিনোদন বন্ধু মাজহারুল ইসলাম।
শ্রোতারা শুনতে পারবেন সালমান শাহ্ এর জনপ্রিয় সব সিনেমার গান ...। সেই সাথে সালমানের সিনেমার গানগুলো লাইভ পরিবেশন করবেন এমিল এবং সম্রাট। উপস্থাপনায় থাকবেন আর জে সায়েম।
বিডি প্রতিদিন/এ মজুমদার