অনেকের মতো তার ইন্ডাস্ট্রিতে কোনও গডফাদার ছিল না। ফলে বলিউডে পায়ের তলায় মাটি পেতে তাকে যথেষ্ট সংগ্রাম করতে হয়েছিল। এসব ক্ষেত্রে অনেককেই কাস্টিং কাউচের মুখোমুখি হন।
রণবীর সিং থেকে শুরু করে টিসকা চোপড়া, সুরভিন চাওলার মতো অনেককে কাস্টিং কাউচের শিকার হতে হয়েছিল। তাদের কাছে এসেছিল বিছানায় যাওয়ার অফার। কৃতি স্যাননকেও কি এসবের মুখোমুখি হতে হয়েছিল? সম্প্রতি এসব নিয়ে মুখ খুলেছেন কৃতি।
দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন কৃতি। সেখানে তিনি বলেন, ইঞ্জিনিয়ারিং নিয়ে তিনি পড়াশোনা করেছিলেন। স্বভাবতই পাস করে ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল। কিন্তু তার ধারপাশ দিয়েও ঘেঁষেননি তিনি। ইঞ্জিনিয়ারিং পড়ে তিনি চলে আসেন ফিল্মে। স্বপ্ন ছিল বড়। আজ তিনি যেখানে দাঁড়িয়েছেন, সেখানে আসার জন্য তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তিনি শুনেছিলেন কাস্টিং কাউচের কথা। শুনেছিলেন, ছবিতে চান্স পেতে গেলে নাকি বিছানায় যেতে হয়। কিন্তু সৌভাগ্যক্রমে তাকে এর শিকার হতে হয়নি। তাকে কেউ বিছানায় যাওয়ার অফার দেয়নি।
তবে কৃতির মতে, কাস্টিং কাউচ বলিউডে আছে। শুধু বলিউডে কেন, সর্বত্র আছে। কিন্তু তিনি বলিউডে যাত্রা শুরু করেছিলেন একটি এজেন্সির হাত ধরে। প্রথম ছবিটি রিলিজ করার পর খুব ধীর পদক্ষেপে এগিয়ে ছিলেন। তাতেও তিনি একাধিকবার পড়েছেন, আবার উঠে দাঁড়িয়েছেন প্রতিবার। কিন্তু তাড়াহুড়ো করেননি।
সম্প্রতি রিলিজ পেয়েছে 'বরেলি কি বরফি'। ছবিতে অভিনয় করেছেন কৃতি স্যানন। এছাড়া ছিলেন রাজকুমার রাও ও আয়ুষ্মান খুরানা। বক্স অফিসে ভালোই আয় করেছে 'বরেলি কি বরফি'। এরপর তাকে রাজ ও ডিকে'র ফরজি ছবিতে দেখা যাবে।
বিডি প্রতিদিন/২০ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত