সাবেক পর্ণ তারকা ও বলিউড অভিনেত্রী সানি লিওন তার রূপের জাদুতে মুগ্ধ করেছেন বলিউড প্রেমীদের। এই যাবৎ তাকে দেখা গেছে বিভিন্ন চরিত্রে। কিন্তু সেদিন ইন্সটাগ্রামে তার পোস্ট করা কয়েকটা ছবি দেখে দর্শক ভক্তরা অবাক! এ কী হাল হলো সানির চেহারার!
চরিত্রের প্রয়োজনে বিভিন্ন ধরনের মেকআপ করে চেহারায় বদল আনতে হয় ছবির তারকাদের। 'পা' ছবির অমিতাভ বচ্চন বা 'রাবতা' ছবির রাজকুমার রাওয়ের লুকের কথা এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে। এছাড়াও 'ফ্যান' ছবিতে শাহরুখ খানের ২৫ বছর বয়সী যুবকের লুক এখনও অতীত হয় নি। এবার হয়তো সেরকমই কোনও লুকে দেখা যাবে সানি লিওনকে।
ইন্সটাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, কৃত্রিম উপায়ে মুখে পরিবর্তন আনা হচ্ছে সানির। মেকআপের ভিডিও শেয়ার করেছেন সানির স্বামী। তাহলে কী পরের ছবিতে সানিকে কোনও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, মনে প্রশ্ন জেগেছে কারোর কারোর। এদিকে সঞ্জয় দত্তের কামব্যাক মুভি 'ভূমি'তে দেখা যাবে সানিকে। তার একটি আইটেম ড্যান্স রয়েছে ছবিতে। তবে সেই ড্যান্স ভিডিওর অনেক দৃশ্যে কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড।
এখনও পর্যন্ত আইটেম ড্যান্সারের ভূমিকায় সানিকে বেশি পেয়েছে হিন্দি ছবির দর্শক। তার জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। এরকম অবস্থায় গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা গেলেও অবাক হওয়ার কিছু নেই, মনে করছেন কেউ কেউ।
ছবি থেকে বোঝা গেলো, নতুন সিনেমার নতুন লুকের জন্য তার মুখে মেকআপ করা হচ্ছে। তবে এই মুহূর্তে বলিউডের কোন প্রোজেক্টে কাজ করছেন তিনি, সেটি রহস্য হিসেবেই রাখার চেষ্টা করেছেন। ক্যাপশনে লিখেছেন, এমন কিছু হচ্ছে যা দর্শকরা আগে দেখেনি।
বিডি প্রতিদিন/২০ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত