গত ২ নভেম্বর ছিল শাহরুখ খানের জন্মদিন। এ উপলক্ষে জমকালো এক পার্টির আয়োজন করেন বলিউড বাদশা। অনুষ্ঠানে ছিলেন না রণবীর কাপুর। তবে সেখানে বলিউডের অন্যান্য তারকাদের মতো উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ। তারা দু'জনই রণবীরের সাবেক গার্লফ্রেন্ড। কিন্তু তাঁদের সম্পর্ক এতটাই খারাপ যে মুখোমুখি হলেও কোনো শব্দ বিনিময় হল না।
ভারতের গণমাধ্যমে খবর, শাহরুখের আলিবাগের বাংলোয় হাজির ছিলেন বহু সেলিব্রিটি। কিন্তু সকলের নজর ছিল দীপিকা-ক্যাটরিনার দিকে। পরিষ্কার বোঝা যাচ্ছিল, পরস্পরকে এড়াতে সচেতন ছিলেন তাঁরা। দু'জনেই দুই কোণে আলাদা আলাদা লোকজনের সঙ্গে গল্প-গুজবে সময় কাটিয়েছেন।
অদ্ভূত, না? এই দুই নায়িকার কারও জীবনেই আজ আর রণবীর নেই। কিন্তু তাঁদের ঠাণ্ডা লড়াই এখনও অব্যাহত।
বিডি-প্রতিদিন/০৪ নভেম্বর, ২০১৭/মাহবুব