সিদ্ধার্থ মালহোত্রা এবং অক্ষয় খান্নার সঙ্গে অভিনীত সোনাক্ষী সিনেমা ইত্তেফাক আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে। ছবি মুক্তির আগে তাই কিছু অন্যরকম করলেন শত্রুঘ্ন কন্যা। সিনেমা কেমন চলবে, সেই চাপ থেকে মুক্তি পেতে নিজের ঘর সাজাতে শুরু করেন সোনাক্ষী।
আর সেখানে নিজের পরিবারের প্রিয় সদস্য এবং ভাল বন্ধুদের ছবিকেই জায়গা দিয়েছেন ওই অভিনেত্রী। কিন্তু, বলিউডের আরও একজনের জায়গা সেখানে হয়েছে। আর তিনি হলেন সলমন খান।
সূত্রের খবর, ব্যক্তিগত জীবন ও মুহূর্তগুলিকে সাজিয়ে সোনাক্ষী ছবির যে কোলাজ তৈরি করেছেন, সেখানে দেখা যাচ্ছে সালমানকে। সালমান এবং সোনাক্ষীর বন্ধুত্ব যে বেশ শক্তপোক্ত, তা বেশ পরিচিত বি টাউনে। আর এবার সোনাক্ষীর ঘরে সালমানের ছবি দেখে তা আরও বেশি করে স্পষ্ট হল। প্রসঙ্গত, সোনাক্ষীর এক্স বয়ফ্রেন্ড বান্টি সচদেবের কোনও ছবিই সেখানে জায়গা পায়নি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর