নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা শিমুল খান। ছবির নাম "ভালবাসি কত বোঝাবো কেমনে"। গোল্ডেন ফিল্মসের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন প্রবীণ নির্মাতা এ কিউ খোকন। আগামী ৯ নভেম্বর থেকে সাভারে ডিপজলের খাবার বাড়িতে এটির শুটিং শুরু হবে।
রোমান্টিক-অ্যাকশনধর্মী "ভালবাসি কত বোঝাবো কেমনে" ছবিতে আরও অভিনয় করবেন জয় চৌধুরী, রোমানা নীড়, শিমুল খান, টাইগার রবি, সাদেক বাচ্চু, সাংকো পাঞ্জা, খালেদা আক্তার কল্পনা, রেবেকা রউফ, আনোয়ার সিরাজী ও আমির সিরাজী।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৭/মাহবুব