হলিউডে অ্যাকশনের কথা উঠলেই যার নাম উপরের সারিতে উঠে আসে তিনি হলেন সিলভেস্টার স্ট্যালন। বিখ্যাত সেই অ্যাকশন অভিনেতার নামই এবার জড়াল যৌন কেলেঙ্কারিতে।
বৃহস্পতিবার নেটদুনিয়ায় প্রকাশ্যে আসে স্ট্যালনের যৌন কেলেঙ্কারি সংক্রান্ত একাধিক মামলা ও পুলিশ রিপোর্ট। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন এই অভিনেতার প্রতিনিধিরা।
চাঞ্চল্যকর সেই নথিগুলি থেকে জানা গেছে, ১৯৮৬ সালে লাস ভেগাসের একটি হোটেলে এক নাবালিকাকে যৌন হেনস্থা করেন তিনি। একই সঙ্গে স্ট্যালন ও তার দেহরক্ষীর সঙ্গে যৌন মিলনে বাধ্য করা হয় সেই নাবালিকাকে।
সংবাদপত্র ডেইলি মেল সূত্রে খবর, পুলিশ রেকর্ডে নাবালিকার বয়ানে হয়েছে, স্বেচ্ছায় স্ট্যালনের সঙ্গে যৌন মিলনে রাজি হয় ওই নাবালিকা। তবে তাকে দেহরক্ষীর সঙ্গে মিলনে বাধ্য করেন তিনি। তবে ঘটনার পর স্ট্যালনের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
তবে লাস ভেগাস পুলিশের তরফে জানানো হয়েছে একত্রিশ বছর পুরনো কোনও নথি তাদের কাছে নেই। একজন স্বচ্ছ চরিত্রের অভিনেতা হিসেবে নাম রয়েছে স্ট্যালনের। এবার তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে তৈরি হয়েছে তুমুল বিতর্ক।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর